২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২০ হাজার টাকা বাজেটে পছন্দের স্মার্টফোন

২০ হাজার টাকা বাজেটে পছন্দের স্মার্টফোন -

স্যামসাং গ্যালাক্সি এফ২২
স্যামসাং এনেছে গ্যালাক্সি এফ ২২ স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ১১। মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টাকোর প্রসেসর রয়েছে যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ডিভাইসটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর ক্যামেরা। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। আছে ছয় হাজার এমএএইচ ব্যাটারির সাথে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি পাওয়া যাচ্ছে ৬+১২৮ জিবি সংস্করণে, দাম ১৯ হাজার ৪৯৯ টাকা।
রেডমি নোট ১১
বাংলাদেশে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট ১১ এনেছে শাওমি। ২০ হাজার বাজাটের মধ্যে যারা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আদর্শ ফোন হতে পারে এটি। এই বাজেটের মধ্যে রেডমি নোট ১১ ফোনে দেয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে, রয়েছে ৯০ হার্জের রিফ্রেশ রেট। এ ছাড়া রয়েছে ৬ ন্যানোমিটার প্রসেসিং প্রযুক্তির ২.৪ গিগাহার্জের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। যা অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে। প্রাণবন্ত ছবির জন্য ফোনটিতে দেয়া হয়েছে এআইভিত্তিক ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, মূল ক্যামেরার সাথে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলপি ক্যামেরা। ডিভাইসে দেয়া হয়েছে পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি, সাথে ৩৩ ওয়াটের প্রো-ফাস্ট চার্জিং এবং বক্সে ৩৩ ওয়াটের চার্জার, যা ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করবে মাত্র এক ঘণ্টায়। রেডমি নোট ১১ ডিভাইসটির ৪+৬৪ জিবির দাম ১৬ হাজার ৪৯৯ টাকা, ৪+১২৮ জিবি ১৭ হাজার ৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।
রিয়েলমি নারজো ৫০
রিয়েলমি বাজার নিয়ে এসেছে নারজো ৫০। গ্রাহকদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটিতে রয়েছে সেরা প্রসেসর। এই ফোনে আছে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটিতে পাঁচ হাজার এমএএইচ বিশাল ব্যাটারিও রয়েছে, যা ঘণ্টাব্যাপী নিরবচ্ছিন্ন ব্যবহার এবং গেমিং নিশ্চিত করবে। ব্যবহারকারীরা যাতে নিখুঁত ছবি তুলতে পারেন সে জন্য রিয়েলমি নারজো ৫০ তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। ঝকঝকে ও উজ্জ্বল ছবির জন্য ৫০ মেগাপিক্সেলের (এফ/১.৮) মেইন ক্যামেরায় বিশাল অ্যাপারচার এবং দূর থেকে পরিষ্কার ছবি তুলতে ৪এক্স ম্যাক্স ডিজিটাল জুম রয়েছে। ফোনটি মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
ভিভো ওয়াই২১টি
ফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের এই ফোনে ৪ জিবি র্যামের সাথে ১২৮ জিবি রম রয়েছে। একটি আলাদা এসডি কার্ড দিয়ে এক টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ। এতে রয়েছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। ভিভো ওয়াই২১টি ফোনে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। বাকি দু’টি যথাক্রমে ২ এবং ২ মেগাপিক্সেলের। রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি ক্যামেরা। ফানটাচ ১২ অপারেটিং সিস্টেমের ফোনটির দাম ১৭ হাজার ৯৯০ টাকা।

 


আরো সংবাদ



premium cement